নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্তে আগামী ৯-১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে, স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৯-১৩ এপ্রিল মেয়াদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে, স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোভিড-১৯ এর ভ্যাকসিনের কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।
Leave a Reply