নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ে বাড়িতে বরযাত্রীদেরকে খাওয়ানো হয়নি খাসির মাংস, এ কারণে রেগে গিয়ে বিয়েই ভেঙে দিল বরপক্ষ। এর মধ্যে অবাক কাণ্ড হলো বিয়ে ভেঙে বাড়ি যাওয়ার সময় অন্য আরেকটি মেয়ে বিয়ে করে নিয়ে যান ওই বর।
শনিবার (২৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার (২৩ জুন) ভারতের উড়িশার সুকিন্দা এলাকায় এ ঘটনা ঘটেছে।
উড়িশার কেওনঝড়ের বাসিন্দা ২৭ বছরের তরুণ রমাকান্ত পাত্রের সঙ্গে এ ঘটনা ঘটেছে। ওই তরুণ সুকিন্দা ব্লকের বাঁধাগাঁও গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন। বিয়েবাড়ি যাওয়ার পর সবই ঠিকঠাক ছিল কিন্তু খেতে বসার পরে বাধে বিপত্তি।
বরযাত্রীরা খেতে বসার পর খাসির মাংস খেতে চায়। সে সময় দ্রুত খাসির মাংস আয়োজন করার জন্য প্রস্তুত ছিল না কনেপক্ষ। পরে বরপক্ষ জানতে পারে যে তাদের খাসির মাংস খাওয়ানো হচ্ছে না, এ খবর শুনেই রাগে বিয়ে ভেঙে দেন বরপক্ষ।
পরে বিয়ে বাড়ি থেকে ওইদিন রাতেই চলে আসেন বরপক্ষ। উপায় না পেয়ে রাতেই এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন তারা। কিন্তু মজার ব্যাপার হলো ওইদিন রাতেই রামকান্ত অন্য আরেকটি মেয়েকে বিয়ে করে তারপর বাড়ি যান।
এ ঘটনায় স্থানীয় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
Leave a Reply