1. admin@dailynewsbangladesh24.com : admin :

গণটিকার নিবন্ধন শুরু বুধবার, প্রয়োগ আগামী সপ্তাহে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৯১ বার পঠিত

জিলান খান,স্টাফ রির্পোটারঃ

ফের শুরু হচ্ছে গণটিকার নিবন্ধন। বুধবার সকাল ১০টা থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ইন্ডিপেনডেন্টকে জানান, সুরক্ষা অ্যাপে নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। ৩৫ বছরের বেশি বয়সী যে কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কাল থেকে টিকার জন্য সারা দেশে প্রশিক্ষণ শুরু হবে। পরের দিন সারা দেশে পাঠানো হবে টিকা। আগামী সপ্তাহে টিকা পাবেন নিবন্ধিত ব্যক্তিরা।

চলতি সপ্তাহে দেশে ৪৫ লাখ করোনার টিকা এসেছে। এর মধ্যে টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্স থেকে এসেছে যুক্তরাষ্ট্রের ২৫ লাখ মডার্নার টিকা ও চীন থেকে বাংলাদেশের কেনা ২০ লাখ সিনোফার্ম টিকা। এর ফলে দেশে মোট চার ধরনের ১ কোটি ৫৯ লাখ ৬২০ টিকা এলো। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ১ কোটি ১ লাখ ৭৭ হাজার ৯০ ডোজ টিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সে হিসেবে গত শনিবার পর্যন্ত দেশে ৫৭ লাখ ২৪ হাজার ৫১৩ টিকা মজুদ ছিল। এ টিকা দিয়ে ২৮ লাখ ৬২ হাজার ২৫৬ জনকে টিকা দেয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © Dainik News Bangladesh 24
Theme Customized By Shakil IT Park