স্টাফ রির্পোটারঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ মাসের শিশুকন্যাকে মাটিতে আছড়ে ও লাথি মেরে হত্যা করেছে ‘মাদকাসক্ত’ বাবা রঞ্জু মিয়া (২৫)। বুধবার বিকেলে উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সলঙ্গা থানা পুলিশ সন্ধ্যায় ঘাতক রঞ্জু মিয়াকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতির বিয়ে হয়। রঞ্জু মিয়া একজন মাদকাসক্ত। বিয়ের পর থেকে তিনি স্ত্রীর কাছে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে বার বার টাকা-পয়সা দাবি করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত।
ইতোমধ্যে জান্নাতি খাতুন গর্ভবতী হয়। মাস ছয়েক আগে ঝগড়া করে জান্নাতি তার বাবার বাড়ি চলে যায়। তিন মাস আগে তাদের একটি কন্যাসন্তান জম্ম নেয়। গত ২৯ মার্চ রঞ্জু মিয়ার পরিবারের সঙ্গে তার শ্বশুরবাড়ির সমঝোতা হয় এবং ওই দিনই রঞ্জু মিয়া কন্যাসহ স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
বুধবার বিকেলে দিকে রঞ্জুর স্ত্রী জান্নাতি তাদের কন্যা রইসাকে ঘুম পাড়িয়ে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। এ সময় রঞ্জু মিয়া মাদকাসক্ত হয়ে ঘুমন্ত মেয়েকে বিছানা থেকে তুলে ঘরের মেঝেতে আছড়ে এবং লাথী মেরে হত্যার পর পালিয়ে যান। পরে বাড়ির লোকজন ঘরে ঢুকে রাইসার মৃতদেহ দেখে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ চৌবিলা পশ্চিশপাড়া গ্রামেরপাশ থেকে হত্যাকারী বাবা রঞ্জু মিয়াকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply