সৈয়দ শাহরিয়ার হাসানঃ
চরম দুর্ভোগে যাত্রাবাড়িতে নড়াইলের যাত্রীরা।যাত্রাবাড়ি হতে খানজাহান আলী নামে একটি লোকাল সার্ভিস পরিবহণ চালু আছে, সঠিক সময়ে গাড়ি না পাওয়ায় ঘন্টার পর ঘন্টা যাত্রীদের অপেক্ষা করতে হয় একটি গাড়ির আসায়।কখন স্বপ্নের পদ্মাসেতু পাড়ী দিয়ে নড়াইল যাবে।
যাত্রীরা জানান, আগে ভুগতাম মাওয়া ঘাটে এখন ভুগি ঢাকা যাত্রাবাড়িতে।যাত্রাবাড়ি থেকে সকল রুটের গাড়ির অভাব নেই কিন্তু নড়াইল আসা যাওয়ার জন্য আর কোন গাড়ি নাই।আজকের মত এত ভোগান্তিতে কোনদিন পড়ি নাই।ভোর ৫টায় যাত্রাবাড়ী এসে কোন গাড়ি পাইনা খুলনা গোপালগন্জ রুটের গাড়ি থাকলেও ছিট মিলেনা ভাটিয়াপাড়া পযর্ন্ত অবশেষে ২.৫ ঘন্টা পরে পেলাম খানজাহান আলী তাও লোকাল সার্ভিস।
যাত্রাবাড়ি সিগন্যালে পড়ে গাড়িগুলা পার্কিং করে কাউন্টারে পৌছাতে সময় লাগে ১ঘন্টা আমরা অদম্য নড়াইলবাসি আরো কতদিন এভাবে ভূগবো। নড়াইলবাসি কবে পাবে মান সম্পন্ন পরিবহণ সেবা। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম সংশ্লিষ্ট কতৃপক্ষ ঢাকা থেকে প্রতিটি জেলার ভাড়া নির্ধারণ করে দিয়েছেন কিন্তু হতভাগা জেলা নড়াইল এর কোন নাম দেখতে পেলাম না।
Leave a Reply