বরিশালের কৃতি সন্তান শাহজাদা কবির শুভ,র মিডিয়ায় পথচলা ৮ বছর আগে। থিয়েটার মঞ্চ অভিনয়ে পর্দাপন। র্যাম্প, ফ্যাশন মডেলিং, অভিনয় এর পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ২০১৬ সাল থেকে। ২০১৮ সাল থেকে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।খুব অল্প সময়ে শুভ নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছেন।
তরুন এই অভিনেতা যে কোন কাজ সুন্দর ভাবে করতে পারদর্শী। যার ফল তিনি হাতে নাতেই পেয়েছেন।এত অল্প বয়সে অভিনেতা এবং পরিচালকের দায়িত্বটা তিনিই খুব সহজেই সামলে নিয়েছেন।বলা যায় যেটা তার একটা আলাদা গুন।তাই নাট্যাঙ্গনে তিনি একজন পরিচিত এবং পরিশ্রমী মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
এছাড়াও ৩০০ পর্বের ২টি (তোলপাড় ও বাজিমাত) ধারাবাহিক নাটকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তার আপকামিং ধারাবাহিক নাটক সেন্টিমেন্টাল ফ্যামিলি।
শর্ট ফিল্ম, টেলিফিল্ম, প্যাকেজ নাটক, টিভিসি, ওভিসি, মিউজিক ভিডিও বিভিন্ন সেক্টরে কাজ করেছেন। এই বছর ফরচুন বরিশাল এর প্রমোশনাল ভিডিও তেও কাজ করেছেন শুভ। আপকামিং বেশ কিছু কাজ রয়েছে যেগুলো অভিনয় এবং পরিচালনা ২ সেক্টরেই যুক্ত আছেন।গত সপ্তাহে প্রচারিত “মরিচবাতি” নাটকটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে।আজ প্রচার হয়েছে লাইলী ফরহাদ।
আগামী ১৪ ফেব্রুয়ারী এটিএন বাংলা এবং জি সিরিজ এ প্রচারিত হবে নাটক পার্টি ইজ অন, এছাড়া, সোনার মানুষ, বাড়িওয়ালী গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বাজ, সংসারের চাবি, গ্যারেজ বয়।
শাহজাদা কবির শুভ তার কাজের মাধ্যমে যেন সকলের আস্থা অর্জন করতে পারেন সে জন্য তিনি সবার দোয়া ও ভালবাসা চেয়েছেন
Leave a Reply