নওগা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের ঘর থেকে বের হওয়ার বা জরুরী সেবার জন্য যানবাহনযানবাহন চলাচল ছাড়া সকল যান চলাচল নিষেধ থাকলেও আত্রাইয়ে তা ভিন্ন চিত্র।
উপজেলার ভবানীপুর বাজার, নওদুলী বাজার, সমস পাড়া বাজার, সাহেবগঞ্জ বাজার, মাছ বাজার, কাশিয়াবাড়ী, রেলস্টেশন সহ বিভিন্ন বাজারে দোকানপাট খোলা থাকায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। কারো মুখে আবার নেই কোন মাক্স। এবং তাদের মধ্যে নেই কোন সামাজিক দূরত্ব।
বিভিন্ন অজুহাত দেখিয়ে লোকজন বাইরে ঘোরাফেরা করছে। উপজেলার বিভিন্ন রাস্তায় মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, ট্রাক্টর সহ প্রায় সব ধরনের যানবাহন চালু রয়েছে।
এদিকে বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, লকডাউন মানাতে বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। তবে তার তৎপর ঢিলেঢালা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা লকডাউন মানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। আমরা লকডাউন কে সম্পন্ন করতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে আমরা প্রস্তুত রয়েছি।
শিহাব আহমেদ
Leave a Reply