সিহাব আহমেদ, নওগা প্রতিনিধীঃ
নওগাঁর মহাদেবপুরে বাবার সাথে গোসল করতে এসে আত্রাই নদীতে একটি বাচ্চা নিখোঁজ হয়। অনেক খোজাখোজির এক ঘণ্টা পর গ্রামবাসী মৃত অবস্থায় উদ্ধার করে।ছেলেটির নাম শ্রাবন কুমার সরকার ( ৯ )।
এলাকাবাসি সূত্রে জানা যায় শিশু টি তার বাবার সাথে পার্শবর্তী আত্রাই নদীতে গোসল করতে আসে। এক পর্যায়ে শিশুটি পানিতে তলিয়ে যায়, এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা পর মৃত উদ্ধার করে শিশুটিকে।এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
Leave a Reply