নিজস্ব প্রতিবেদকঃ
নলছিটিতে ১০গ্রাম গাঁজাসহ সাইদুর রহমান শাহিন (৪১) নামে এক যুবককে আটক করেছে নলছিটি থানার পুলিশ,
২২ মে শনিবার দিবাগত রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বটতলা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।
নলছিটি থানার এস আই আবু হানিফ জানান, অভিযানের সময় ১০ গ্রাম গাঁজা সহ শাহীনকে আটক কর হয়। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর-১১।
এ বিষয়ে নলছিটির থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আলি আহম্মেদ জানান, গত রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, আজ ২৩ মে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply