নিজস্ব প্রতিবেদক!
ঝালকাঠির নলছিটিতে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৪ হাজার মিটার নেট জাল ও ৪টি চরগড়া জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা’র নেতৃত্ব অভিযানে আরও ছিলেন জাটকা সংরক্ষণ কর্মকর্তা দেব দুলাল সাহা,ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও নলছিটি থানার এসআই আজিজুর রহমান।
জাটকা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়, এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন নেট জাল মাছের বংশবৃদ্ধির প্রদান প্রতিবন্ধক এ জাল নদীতে না ফেলার জন্য জেলেদের উৎসাহিত করা হয়েছে এরপরও যারা নেট জাল নদীতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃত জাল উপজেলা মৎস্য দপ্তর চত্বরে বসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে তারা জানিয়েছেন।
Leave a Reply