নিজস্ব প্রতিনিধিঃ
নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে নবনির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার, ১০ ইউনিয়নের ১২০ জন নির্বাচিত সদস্যদের মধ্যে ১জন সদস্য মৃত্যু বরণ ১ জন অসুস্থ থাকায় ১১৮ জন সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়াল্লী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী, ঝালকাঠী-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু, বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা লস্কর, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, তাজুল ইসলাম চৌধুরী দুলাল, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম, নব নির্বাচিত চেয়ারম্যান এ কে এম আবদুল হক, এনামুল হক শাহীন, এইচ এম. আক্তারুজ্জামান বাচ্চু,
মোহম্মদ শাহজাহান হাওলাদার, মোহম্মদ আবদুল গফফার খান, মোহম্মদ আলমগীর হোসেন সিকদার, সিরাজুল ইসলাম সেলিম মোল্লা,কাজী জেসমিন ওবায়েদ, আলহাজ্ব সোহরাব হোসেন বাবুল মৃধা, এবং এ কে এম মাহাবুবুর রহমান সেন্টু।
Leave a Reply