আরিফুর রহমান সোহাগঃ
ঝালকাঠী জেলার নলছিটির দপদপিয়া ইউনিয়নের পশ্চিম কয়ায় ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ দাফনে বাধা প্রদানের ঘটনা ঘটেছে, একই গ্রামের কদম আলী হাং এর ছেলে আঃ রব হাওলাদার এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
অভিযুক্ত রব হাং বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলমান আমি কবর খুঁড়তে বাধা দিয়েছি, এখানে (কবরস্থান) দাফন করতে পারবেনা, কারও কিছু করার থাকলে করুন।
ওই এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়,পশ্চিম কয়া গ্রামের হামেদ গাজির মেয়ে ফাতেমা বেগম ক্যান্সার জনিত কারনে আজ সকালে মারা যান, মরহুমার আত্মীয় স্বজন কবর খোড়ার কাজ শুরু করলে রব হাং তার লোকজন নিয়ে কবর খুঁড়তে বাধা দেন। এক পর্যায়ে তিনি কোদাল ছিনিয়ে নেন, উভয়ের মধ্যে জায়গা জমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ ছিলো তারই ধারাবাহিতায় এমন ন্যাকারজনক ঘটনার সূত্রপাত ঘটে।
পরে খবর পেয়ে এ্যাডভোকেট সোহেল গাজী, সাংবাদিক আরিফুর রহমান সোহাগ, হারুন মীর সহ এলাকাবাসীর সহায়তায় লাশ দাফন সম্পন্ন হয়।
লাশ দাফনে বাধা প্রদান করায় এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply