শাহারিয়ার সৌরভঃ
নড়াইলের লোহাগড়ায় ইতনা ব্লাড ডোনেট ক্লাব সেচ্ছাসেবী সংগঠন আজ আনুষ্ঠানিক ভাবে আইডিকার্ড ও টি শার্ট বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন ইতনা ব্লাড ডোনেট ক্লাবের ক্রিয়েটর এডমিন মোঃ আজগর সিকদার,গ্রুপের অন্যতম সিনিয়র এডমিন সৈয়দ শাহরিয়ার হাসান সৌরভ সহ উপস্থিত ছিলেন গ্রুপের অন্যান্য এডমিন মডারেটর প্যানেল এবং সেচ্ছাসেবী বৃন্দ।
ইতনা সেবা সমিতি মাঠে আজ ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন সহ সকল সেচ্ছাসেবিদের মাঝে বিতরন করা হয়েছে আইডি কার্ড ও টি শার্ট। নড়াইলের এ সংগঠনটি সুন্দর ভাবে মানবিক কাজকরে আসছে, প্রতিদিনই ব্লাড ম্যানেজ হচ্ছে। ভবিষ্যতে এ সংগঠনটি আরো ভালো সেবা দিতে প্রস্তুত।
Leave a Reply