মোঃ জিলান খান, স্টাফ রিপোর্টারঃ
কিন্তু আপনি সাপটির দিকে লক্ষ্য করে দেখুন সাপটি কতো সুন্দর !! আর মনে হবে সাপটি আপনাকে দেখে হাসছে, কিন্তু ভিতরে লুকায়িত জীবননাশক বিষ !! যার মরণ ছোবল থেকে রক্ষা পাওয়া খুব দুষ্কর !!
যার এক ছোবলে মৃত্যু হতে পারে শত শত লোকের !!
তেমনি আমাদের চারপাশেও রয়েছে এমন অনেক হাস্যউজ্জল সুন্দর চেহারা !! অনেক মুখোশধারি মানুষ!
যারা আপনার সম্মুখে করবে মিষ্টি হাসির অভিনয়, কিন্তু মনে তার অনিষ্টের প্রত্যয়…!!
এদের ভয়ংকর রুপ সবাই দেখতে পায় না! একটু স্বার্থে আঘাত লাগলেই এদের আসল রুপ তথা প্রকৃত স্বরুপ প্রকাশ পায় !!
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে এসব ভয়ংকর মানুষ রুপী হায়নাদের থেকে হেফাজত করুন !! আমিন..
Leave a Reply