আবির হোসাইন রাশেদঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডে ৬৮ নং বীরনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে খুসি ভোটারগণ। গত ২১/০৬/২০২১ ইং তারিখে সকাল ৮.০০ ঘটিকা থেকে মোঃ সোহেল মল্লিক, (পিজাইডিং অফিসার) সিনিয়র কৃষি অফিসার, নলছিটি এর পরিচালনায় বিকাল ৪.০০ ঘটিকায় ভোটার কার্যক্রম শেষ হয়ে ৪.১১ মিনিটের সময় ফলাফল প্রকাশ করেন। ভোটার কেন্দ্রের ইভিএম এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাখাওয়াত হোসেন বিশ্বাস, তিনি আঞ্চলিক নির্বাচন অফিস, বরিশালে কর্মরত আছেন, তিনি একজন দক্ষ, অভিজ্ঞ, সৎ ও বিচক্ষণ ব্যক্তি। তিনি অত্র গ্রামের বাসিন্দা জনাব আঃ মোতালেব শিকদার সাহেবের ছোট জামাতা। আমরা বীরনারায়ন বাসী তার সুস্থ্যতা, দীঘায়ু, মঙ্গল ও উন্নতি কামনা করি।
ফলাফলঃ
চেয়ারম্যান হিসাবে নৌকা মার্কায় আলহাজ্ব সোহরাব হোসেন বাবুল মৃধা অত্র কেন্দ্র থেকে ১২৬২ ভোট পেয়েছেন এবং সকল কেন্দ্র থেকে প্রথম স্থান লাভ করে অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা আসনে তালগাছ মার্কায় নাছিমা বেগম (স্বামীঃ মোঃ এছাহাক হাওলাদার) অত্র কেন্দ্র থেকে ৯১৪ ভোট পেয়েছেন এবং ৮ ও ৯নং ওয়ার্ডের ভোট গননা শেষে তিনি প্রথম স্থান লাভ করে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলে হলেন।
সাধারণ ওয়ার্ড মেম্বর হিসাবে টিউবওয়েল মার্কায় নাজনীন আক্তার নিপা ৬৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি অত্র ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা আসনে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জনগনকে উদ্দেশ্য করে বলেন আপনাদের ভালবাসায় আমি আবারও নিজেক অত্র ওয়ার্ডের জনসাধারনের সুখ দুঃখের সাথী হিসাবে পাশে থাকতে পারব। গত ৫ বছরে আপনাদের সেবায় নিজেকে নিয়জিত রেখেছি বিধায় আবারও আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালবাসাকে সামনে রেখে আমি নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করব। আপনাদের সকল সমস্যার কথা আমাকে আপনার পরিবারের একজন মনে করে বলবেন এবং সবাই দোয়া করবেন আল্লাহ আমাকে যেন আপনাদের সেবা করার তওফিক দান করেন।
Leave a Reply