মোঃ জিলান খান, স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পায় এ সময়ের মেধাবী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনালী নোওরীন স্বর্না’র “অবদান” গানটি। প্রকাশ পাওয়া মাত্রই ভক্ত এবং শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে গানটি। তাও যদি হয় নিজের লেখা এবং সুর করা ! আনন্দ তখন আকাশ ছোঁয়া। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন ইমরুল এইচ।
শিল্পী বলেন, আমি অত্যন্ত আনন্দিত কারন আমার নিজের লেখা,সুর করা এবং আমার গাওয়া গান শ্রোতাদের মনে যায়গা পেয়েছে। এই গানের সাথে কাজ করা প্রতিটি মানুষ অত্যন্ত পরিশ্রম করেছে, আমি কৃতজ্ঞ।
Leave a Reply