নিজস্ব প্রতিনিধিঃ
বরিশালের নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের প্রবাসী মিজানুর রহমান নীরবের স্ত্রী রিনা বেগম (৩০) পরকীয়া করে তিনটি পুত্র সন্তানসহ টাকা-পয়সা ও স্বর্নের গয়না নিয়ে পালিয়ে গেছে।
১৫ বছর আগে মোসাঃ রিনা বেগম, পিতা আ: বারেক হাওলাদার, গ্রাম আদাখোলা, থানা রাজাপুর, জেলা ঝালকাঠিতে বিয়ে করেছিলেন প্রবাসী মিজানুর রহমান। আব্দুল্লাহ্, রবিউল, ওবায়দুল্লাহ্ নামে তিনটি সন্তান রয়েছে। স্ত্রীর পালানোর সংবাদ পেয়ে তিনি শারিরীক এবং মানসিক ভাবে ভেংঙে পরেছেন।
মিজান জানান, আমাদের সংসার জীবনে ৩ টি ছেলে সন্তান রয়েছে। প্রবাসে থাকাকালে আমার যাবতীয় উপার্জনের টাকা আমি আমার স্ত্রীর কাছে পাঠাতাম। সে আমার ২০ লাখ টাকা, গয়নাগাটি ও নিয়ে পরকীয়া করে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। সে অন্য কোথায়ও বিয়ে করে সংসার করছে। আমি আমার স্ত্রীর ফোন নাম্বারে কল করলে বন্ধ পাই। পরে শ্বশুর বাড়িতে খবর নেই, স্ত্রী সন্তান কোথায় আছে জানতে চাইলে শ্বশুর শাশুড়ী জানায় তোমার স্ত্রী সন্তান আমাদের কাছে নেই।
স্ত্রী সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন প্রবাসী মিজানুর রহমান।অতি শীঘ্রই দোষীর বিরুদ্ধে মামলা করা হবে।
Leave a Reply