জাহাঙ্গীর হোসাইন বাবলুঃ
গত ১৩ ই মে মধ্যরাতে বরিশালের দক্ষীন সাগরদী মসজিদ সংলগ্ন মোল্লা বাড়ির মুল গেটের তালা ভেঙ্গে মোঃ হুমায়ুন কবির দুলালের পালসার ১৫০সিসি ও মোঃ সহিদুল ইসলাম’র ডিসকভার ১০০সিসি গাড়ি দু’টি ঘাড়লক ও ডিস্কলক থাকা অবস্থায় চুরি করে নিয়ে যায় চোরচক্র।
এ ব্যাপারে থানা পুলিশ খবর দিলে, পুলিশ যথাস্থানে এসে এবং দেখে পর্যবেক্ষন করে যান, একই সাথে তারা গাড়ি দু’টি উদ্ধারে সর্বচ্চো চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। এ ব্যাপারে বরিশাল কোতয়ালী থানায় ভুক্তভুগী দুলাল ও সহিদুল ইসলাম একটি অভিযোগপত্রও দাখিল করেন। তবে গাড়িচোর চক্রটি বরিশালে যথেষ্ট সক্রিয়।
চক্রটি বিনাসে প্রশাসন কতোটা সক্রিয় বা সফল হবে সেটাই এখন জনমনে প্রশ্ন। সম্প্রতি একই মহল্লায় কদিন পূর্বে আরো একটি গাড়ি চুরির ঘটনাও ঘটেছিল, ইতোমধ্যে বরিশালে আরো বে’শ ক’টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে।
Leave a Reply