গাজী তুহিনঃ
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কমিউনিটি ডাবলিন কমিটি গঠন সংক্রান্ত বেশ কয়েকটি আলোচনা সভা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯শে আগস্ট রোজ সোমবার সকলের সম্মতি ক্রমে, কমিটি গঠনের রোডম্যাপ সংক্রান্ত একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় ডাবলিনে বসবাসরত সকলকে অনুরোধ জানানো যাচ্ছে, নিম্নোক্ত ঠিকানা যথাসময়ে উপস্থিত হয়ে, ডাবলিনে একটি শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে রোড ম্যাপ সংক্রান্ত আপনাদের মূল্যবান মতামত দিয়ে সক্রিয় ভূমিকা রাখবেন।
স্থান: Seda college
68/73 capel street, Dublin 1. Aircode: D01AR29
সময় ও তারিখ: ২৯ শে আগষ্ট রোজ সোমবার ২০২২, সন্ধ্যা ৭ ঘটিকা।
Leave a Reply