ফাহাদ আহমেদঃ
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের কালাম চৌকিদার বিগত দুই বছর ধরে এক সংখ্যা লগু পরিবারের ১৩ বছর বয়সী অসহায় নুপুর সাজ্জাল কে ফুসলিয়ে বার বার ধর্ষণ করেন, এক পর্যায়ে নুপুর অন্তঃসত্ত্বা হন। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পরে ঘটনাটি বাকেরগঞ্জ থানা পুলিশের নজরে আসে, পরবর্তিতে থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে থানায় মামলা নেন। মামলা সূত্রে পুলিশ গ্রাম চৌকিদার কালাম কে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেন। বখাটে কালাম চৌকিদার অবৈধভাবে নুপুর সাজ্জাল(১৩) কে ধর্ষন করায় এক পর্যায়ে গত ২২-০৪-২০২১তারিখ অসহায় নিরিহ হিন্দু পরিবারের নাবালক মেয়ে নুপুর সাজ্জাল একটি পুত্র সন্তান প্রসব করেন। সন্তান জন্ম থেকে অদ্য অবধি কালাম চৌকিদার জেল হাজতেই সময় কাটাচ্ছেন। অপর দিক অসহায় এই নারী এখন পিতৃ পরিচয়ের জন্য প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন।
Leave a Reply