মোঃ জিলান খান, স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। সোমবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোডে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল।
ঘাটের কাছাকাছি আসলে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোডটি উল্টে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।
Leave a Reply