কুমিল্লার ফাফ ডু প্লেসির সেঞ্চুরির জবাব সেঞ্চুরি দিয়ে দিলেন খুলনার আন্দ্রে ফ্লেচার। আর তার সাথে শেখ মেহেদির দারুণ ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্লে অফে চলে গেল খুলনা টাইগার্স। অন্য দিকে খুলনার জয়ে বিদায় নিয়েছে তারকাবহুল দল মিনিস্টার ঢাকা।
গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সাকিবের ফরচুন বরিশাল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই দুই দল ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে। বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।অন্যদিকে রান রেটে এগিয়ে চট্টগ্রামের অবস্থান তিনে। আর চতুর্থ দল খুলনা টাইগার্স। খুলনা ও চট্টগ্রাম ১৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।
এলিমিনেরে জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সাথে খেলবে। ম্যাচটি হবে ১৬ ফেব্রুয়ারি, যে জিতবে তারা চলে যাবে ফাইনালে।১৮ ফেব্রুয়ারি মিরপুরেই হবে বিপিএলের ফাইনাল।
Leave a Reply