নিজস্ব প্রতিবেদকঃ
নলছিটিতে রমজান উপলক্ষে চাল ব্যবসায়ী মো.শাহাদত ফকিরের মুনত্বাকিম ট্রেডার্সের পক্ষ থেকে বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। এখানে প্রতিকেজি চাল রাইস মিল থেকে ক্রয় করা দামে কোন মুনাফা ছাড়া সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হবে। মুনত্বাকিম ট্রেডার্স উপজেলার খাসমহল এলাকায় অবস্থিত।
এ বিষয়ে মো. শাহাদাত ফকির জানান করোনাকালীন সময়ে সাধারণ মানুষজন এমনিতেই আর্থিক সমস্যায় আছেন। তার উপর রমজান মাসে অনেক দ্রব্যের মূল্য বেড়ে যায়। এসব বিবেচনায় আমি মূল্যছাড় দিয়েছি,যার কারণে কিছুটা হলেও মানুষের উপকার সাধিত হবে। এ মূল্য ছাড় সারা রমজান মাস জুড়ে চলবে।
Leave a Reply