নিজস্ব প্রতিনিধিঃ
পদ্মার ভয়াবহ ভাঙন রোধ ও ভাঙন কবলিতদের দুর্ভোগ নিরসনসহ বসতভিটা রক্ষার দাবীতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নবাসী মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার (১৭ জুলাই) সকালে বাংলাবাজার শিক্ষার্থী সংসদের উদ্যোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউনিয়নের নদী ভাঙনে ক্ষতিগ্রস্থরা ভাঙন এলাকার সরদারকান্দি, শম্ভু হালদারকান্দি, মহেশপুরশান্তিনগর, বাংলাজার নদীর পাড়, ভূ-তারচর, ইসলামপুর ও পাশ্ববর্তী এলাকার চলমান নদীভাঙন রোধে কার্যকর ভূমিকা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল সরকার, শিক্ষার্থী সংসদের সভাপতি এইচআর শাহরিয়ার হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহসিন, মুন্সীগঞ্জ সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সোহেল রানা রানু, বাংলাবাজার শিক্ষার্থী সংসদের সদস্য মুহাম্মদ সাইফুর রহমান টিটু, শাহআলম, মো: সেলিম হোসেন, নয়ন হোসেন, ফারুক সরদার, ইসমাইল হোসেন, মো: জিল্লুর রহমান প্রমূখ। সংক্ষিপ্ত বক্তব্য শেষে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বাংলাবাজার শিক্ষার্থী সংসদের সভাপতি এইচআর শাহরিয়ার হাবিব বলেন, বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল আসলিরচর পৃর্বকান্দি ও পশ্চিম সরদারকান্দি, শম্ভুহালদার, বানিয়াল ইসলামপুর ভূ-তারচর, বানিয়াল মহেশপুর-পশ্চিম ও পৃর্বকান্দি, খাঁবাড়িকান্দি, শান্তিনগর গ্রাম নদী ভাঙনে ৭০ ভাগ বিলীন হয়ে গেছে। এখনো নদী ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রায় ১ থেকে দেড় হাজার ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।
Leave a Reply