নিজস্ব প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীতে ২১ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে ১ হাজার ২৫০ টাকা দরে ২৬ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি করেন।
বুধবার (৩০ জুন) ভোরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জেলে ওমর মাঝির জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা বলেন, স্থানীয় জেলে ওমরের জালে মাছটি ধরা পড়ে। সে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে গেলে সেখানে মাছটি বিক্রি করে।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, প্রতিদিনের মতো দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ ক্রয় করতে যাই। সেখানে গিয়ে বড় কেসমত মোল্লার আড়তে ২১ কেজির পাঙ্গাস মাছ দেখতে পাই। ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকা দিয়ে মাছটি ক্রয় করি। পূর্ব নির্ধারিত এক ব্যবসায়ীর চাহিদা থাকায় তার কাছে ২৭ হাজার ৩০০টাকায় মাছটি বিক্রি করি।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, আমাদের এখন মৎস্য সপ্তাহের প্রস্তুতি চলছে। এমন সময় পদ্মায় বড় মাছ পাওয়া অমাদের জন্য সুখের খবর।
Leave a Reply