মাটিউর আলালঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন এর দাড়িয়ার পাড় নয়াপাড়া,বায়তুল নূর জামে মসজিদ এর ব্যাটারি চুরি হইছে।
যানা যায়, গতকাল ২৬ তারিখ উক্ত মসজিদের মুয়াজ্জিন মসজিদে আসরের আযান দিতে গেলে দেখেন নির্ধারিত স্হানে ব্যাটারি নেই।অনেক খোজাখুজি করার পরেও ব্যাটারি পাওয়া না গেলে ধারনা করা হয় কোন মাদক সেবী মসজিদ থেকে ব্যাটারি চুরি করে পালিয়েছে।
এ ঘটনায় স্হানীয় মুসল্লীরা জানান যে,
চারদিগে মাদক সেবনকারী বাড়ছে
সাথে সাথে চোরের উৎপাত বেড়েই চলছে।আমরা প্রশাসনের সু-নজর কামনা করছি যাতে করে এমন ঘটনা আর না ঘটে।
Leave a Reply