নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও, দলের পক্ষ থেকে এ বিষয়টি স্বীকার করা হয়নি।
সম্প্রতি করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এরপর আজ নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইইডিসিআর এর ডায়াগনেস্টিক ল্যব থেকে তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বাড়তি সতর্কতা হিসাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। নমুনার পরীক্ষার ফলাফলের প্রতিবেদনটিতে একটি ফোন নম্বরও দেয়া আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তিনি কথা বলেছেন। সেখান থেকে নিশ্চিত করা হয়েছে বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ।
এ বিষয়ে তাঁর ব্যক্তিগত চিকিৎসক, মিডিয়া উইং এবং পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। তাঁর বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গত তিনদিন ধরে বাসায় তিনি। তাঁর বোনের সাথে দেখা হয়নি।
Leave a Reply