আবির হোসাইন রাশেদ
বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
প্রায় দেড় দশক আগে তায়কোয়ান্দো থেকে দেশকে প্রথম আন্তর্জাতিক সোনার পদক এনে দিয়েছিলেন মিজানুর রহমান। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসেও সাফল্য পেলেন তিনি। দীর্ঘ পথচলা শেষে এবার ‘ফাইটিং ইভেন্টকে’ বিদায় জানালেন ২০০৬ কলম্বো এসএ গেমসে সোনা জয়ী এই তারকা।
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে বৃহস্পতিবার ৮৭ কেজি(+) ওজন শ্রেণিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রফিক খানকে ২৩-৯ পয়েন্টে হারিয়ে সোনা জয় করেন মিজানুর। ২০০৬ এসএ গেমসে অনূর্ধ্ব-৭৮ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছিলেন তিনি। ৩৯ বছর বয়সী এই অ্যাথলেট আগামীতে চালিয়ে যেতে চান শুধু কৌশলের প্রদর্শনী পুমসে ইভেন্ট।
তিনি বলেন, এটাই ফাইটিং ইভেন্টে আমার শেষ। ভবিষ্যতে আমি শুধু পুমসে ইভেন্টে খেলব। দিনে দিনে বয়স তো আর কম হলো না। এই বয়সে বডি কন্টাক্ট গেম চালিয়ে যাওয়া সম্ভব না। মনে হল বিদায় বলে দেওয়ার এই সবচেয়ে ভালো সময়। তাই বিদায় বলে দিলাম।
Leave a Reply